|
---|
আলিফ ইসলাম, মেমারি : ২৬ ফেব্রুয়ারি,বর্ধমানের কবিতা সন্ধ্যার ৪৫৭ তম মাসিক সাহিত্য সন্মেলন টি অনুষ্ঠিত হল কবিতা সন্ধ্যার প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি ডঃ মিহির চৌধুরী কামিল্যার স্মরণে। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণে কবিতা সন্ধ্যা তার মাসিক সাহিত্য সভা টি অনুষ্ঠিত করে।এবছরও তার ব্যতিক্রম হয়নি। বর্ধমান উদয় চাঁদ জেলা গ্ৰন্থাগারে অনুষ্ঠিত বৈকালিক এই মহতী সভায় বৈষ্ণব কবি প্রেমদাসের অষ্টম উত্তর পুরুষ ও কোকিলা কীর্তনীয়া কৃষ্ণকিঙ্করের ষষ্ঠ উত্তর পুরুষ বিশিষ্ট লোক গবেষক, কবি -সাহিত্যিক এবং কবিতা সন্ধ্যার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত ডঃ মিহির চৌধুরী কামিল্যা কে স্মরণ করে কবিতা সন্ধ্যার বর্তমান সভাপতি শ্যামল বারুরী সুললিত সুচারু মনোগ্ৰাহী আলোচনা করেন খুবই সংক্ষিপ্ত আকারে।যদিও সেই সংক্ষিপ্ত আলোচনা তেই ডঃ কামিল্যা সম্পর্কে অনেক জানা অজানা কথাই বলা হয়ে যায় এবং উপস্থিত সকলের কাছেই তা মনোমুগ্ধকর হয়ে ওঠে। এছাড়াও কবিতা সন্ধ্যার বর্তমান সম্পাদক কুশল দে, বিশিষ্ট কবি দেবাশিস মহান্তি , বিশিষ্ট গবেষক ভবতোষ দাস প্রমুখ ডঃ কামিল্যার উপর মনোজ্ঞ বক্তব্য রাখেন।ডঃ কামিল্যার সহধর্মিণী সবিতা চৌধুরী কামিল্যা, পুত্রদ্বয় সুদীপ্ত চৌধুরী কামিল্যা ও সুমন্ত চৌধুরী কামিল্যা এবং কবিতা সন্ধ্যার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত অজিত ভট্টাচার্য্যের কন্যা সুমনা চক্রবর্তী প্রমুখের উপস্থিতিতে এবং সুব্রত মজুমদারের সঞ্চালনায় এই মহতী সভায় প্রায় ষাট জন সংস্কৃতি মনস্ক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ডঃ মিহির চৌধুরী কামিল্যার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে এই মহতী সভাটি বাঙ্ময় হয়ে ওঠে। উপরিউক্ত বিশিষ্ট ব্যক্তিগণ ব্যতিত দীপেন্দ্রনাথ শীল, নারায়ণ চন্দ্র পাল, কল্পনা রায়, বিকাশ বিশ্বাস, নূর মহম্মদ, সুভাষ বসু, নমিতা রাউত, বুদ্ধদেব মুখার্জি,সুবীর রায়,কৃষ্ণা গাঙ্গুলি,সেখ হাসানুজ্জামান,সেখ জাহাঙ্গীর, সুফি রফিক উল ইসলাম,তাপস ভূষণ সেনগুপ্ত, অশোক বর্মন,রুনু শাম,দীপা কুমার, মধুছন্দা দাশগুপ্ত, বিশ্বজিৎ ভট্টাচার্য,মানস দত্ত, অশোক সরকার,চৈত্র কুমার প্রামানিক সুদীপ বাগ প্রমুখ উপস্থিত ছিলেন।