“সেফ ড্রাইভ সেভ লাইফ”- কর্মসূচি পালন লোকপুর থানার

    সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি,যাহা পুলিশ প্রশাসন থেকে জনমানসে ব্যাপক প্রভাব বিস্তার করে।পুলিশ প্রশাসনের উদ্যোগে নিয়মিত পথ নিরাপত্তা সচেতনতা মূলক প্রচার অভিযানের ফলে পথ দূর্ঘটনা অনেকাংশে কমেছে বলে একবাক্যে সকলের অভিমত।অনুরূপ ভাবে শুক্রবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার আয়োজনে “সেফ ড্রাইভ সেভ লাইফ”- কর্মসূচি পালন করা হয়।পথ নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে পথচলতি সকল গাড়ী চালকদের সরকারী নিয়মবিধি তথা পথ নিরাপত্তা সম্বন্ধে অবগত করলেন।হেলমেট ব্যবহার,মদ্যপ অবস্থায় গাড়ী না চালানো,অতিরিক্ত গতিতে গাড়ী না চালানো,চারচাকা গাড়ীর ক্ষেত্রে সিট বেল্ট ব্যবহার সহ নানান বিষয়ে গাড়ীর চালকদের সচেতন করলেন।শোভাযাত্রাটি স্থানীয় থানা চত্বর থেকে বের হয়ে লোকপুর বাসস্ট্যন্ড সহ স্থানীয় বাজার পরিক্রমা করে।এদিন লোকপুর থানা এলাকার সারসা মোড়, আলিয়ট মোড়, ভাড্ডি মোড় ও নাকড়াকোন্দা হাইস্কুল মোড়ে বাউল গানের মাধ্যমে প্রচার অভিযান চালানো হয়।সঙ্গীত পরিবেশন করেন লোকপুর থানা এলাকার ভূমিপুত্র লোকসংগীত শিল্পী লেখক, গায়ক নারায়ন কর্মকার । এদিন “সেফ ড্রাইভ সেভ লাইফ “- কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোকপুর থানার এ এস আই রামপ্রসাদ মন্ডল,পি এস আই আব্দুল গাফফার খান সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলিন্টিয়ারগন।