|
---|
নতুন গতি: জ্বালানি খরচ কমাতে উত্তরবঙ্গের বুকে নামতে চলেছে ইলেকট্রিক বাস। উত্তরবঙ্গ পরিবহন সংস্থা এ ব্যাপারে রাজ্য পরিবহণ দপ্তরের কাছে অনুমোদন চেয়েছে।
মূলত জ্বালানির খরচ কমিয়ে আয় বাড়ানোর কারণে এই উদ্যোগ নিচ্ছে উত্তরবঙ্গ পরিবহন সংস্থা, এমনটাই জানিয়েছেন উত্তরবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। প্রাথমিক ভাবে উত্তরবঙ্গে চলবে দুটি ইলেকট্রিক বাস, পরিকল্পনা সফল হলে আরো বেশি করে ইলেকট্রিক বাস উত্তরবঙ্গের রাস্তায় নামতে দেখা যাবে অদূর ভবিষ্যতে। মূলত চারটি বাস ডিপোতে চার্জিং পয়েন্ট থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কোচবিহার, শিলিগুড়ির বাস ডিপোতে চার্জিং পয়েন্ট থাকবে। প্রথমে ইলেকট্রিক বাস চলাচল করবে কোচবিহার থেকে শিলিগুড়ি , এই পরিকল্পনা সফল হলে গোটা উত্তরবঙ্গ জুড়ে ইলেকট্রিক বাস চলতে দেখা যাবে। উত্তরবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় আরো জানিয়েছেন আগামী 16 জুন থেকে শিলিগুড়ি থেকে নেপাল পর্যন্ত বাস চলাচল শুরু হবে। সপ্তাহে তিনদিন শিলিগুড়ি তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত বাস চলাচল করবে, আর সপ্তাহে তিনদিন কাঠমান্ডু থেকে শিলিগুড়ি তেঞ্জিং নর্গায় বাস স্ট্যান্ড পর্যন্ত বাস চলবে।