শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত ৩৫ নং ওয়ার্ডে ৩ সিমেন্ট কংক্রিট রাস্তার শুভ শিলান্যাস

শিলিগুড়ি: আজ শিলিগুড়ির 35নং ওয়ার্ডে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের ১,৩৬,০০,০০০.০০ টাকা অর্থানুকূল্যে, শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত ৩৫ নং ওয়ার্ডে ৩ সিমেন্ট কংক্রিট রাস্তার শুভ শিলান্যাস করা হল।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রী সৌরভ চক্রবর্তী মেয়র শ্রী গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।

    আজ এই প্রকল্পের উদ্বোধন করে গৌতম দেব জানান আমরা এখন শিলিগুড়িকে উত্তরবঙ্গের তিলোত্তমা তৈরী করব।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আমাদের মাথার উপরে আছেন।তাই শিলিগুড়ির উন্নয়ন হবেই।শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।এদিন সাংবাদিকদের এসজে ডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান যতটা সম্ভব এসজেডি এ শিলিগুড়ির উন্নয়নের পাশে থাকবে।মুখ্যমন্ত্রী আমাকে এসজেডি এর পদ দিয়েছেন তাই আমার দায়িত্ব এবং কর্তব্য মুখ্যমন্ত্রীর সন্মান বজায় রাখা।শিলিগুড়িতে উন্নয়ন হবে,এবং মুখ্যমন্ত্রীর আর্শীবাদেই উন্নয়ন হবে।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির 35নং ওয়ার্ডের বাসিন্দারা এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।