হুগলি জেলা পুলিশের উদ্যোগে ধনিয়াখালি থানায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

আরিফুল ইসলাম, হুগলী : হুগলী গ্রামীণ জেলা পুলিশের উদ্যেগে ধনীয়াখালী থানার ব্যবস্থাপনায় ধনীয়াখালী গ্রামীণ নার্সিং হোমের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। মঙ্গলবার অনুষ্ঠান থেকে গাড়ি চালকদের, রাজ্য সরকারের সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামের সচেতনতামূলক প্রচার প্রচার করা হয়। এলাকার অটো টোটো চালক সহ বহু সাধারণ মানুষ এদিনের শিবিরে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করাতে আসেন। সেই সঙ্গে ধনীয়াখালী থানার পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেয়। উক্ত শিবিরে, গাইনোকোলজি, শিশুরোগ বিশেষজ্ঞ, মেডিসিন, জেনারেল ফিজিশিয়ান, চক্ষু, নাক কান গলা, এবং হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা দেয়া হয়। বিনামূল্যে ইসিজি এবং সমস্ত রকম রক্ত পরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়।শিবিরে প্রায় দুইশতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিসেবা গ্রহণ করে।উপস্থিত ছিলেন ধনিয়াখালি বিধানসভার বিধায়ক অসীমা পত্র, হুগলি জোনাল ডি এসপি প্রিয়ব্রত বক্সি, ধনিয়াখালি থানার ওসি অভিষেক চ্যাটার্জী সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। ধনিয়াখালি গ্রামীণ নার্সিংহোমের কর্ণধার ডাক্তার কেনারাম দে এর উপস্থিতিতে নার্সিং হোম ম্যানেজমেন্ট সুজয় বিশ্বাসের সহযোগিতায় অনুষ্ঠান সার্বিকভাবে সফল হয়।ধনিয়াখালি গ্রামীণ নার্সিংহোমের কর্ণধার ডাক্তার কেনারাম দে জানান, আমরা প্রথমে গুরাপ থানাকে সাথে নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করেছি। আজ ধনীয়াখালী থানায় করলাম। পরবর্তীতে আমরা হুগলী জেলার বিভিন্ন থানায় এভাবেই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এবং ঐ এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিসেবা দিতে চাই।