|
---|
ফজল-এ-এলাহী, নলহাটি : বীরভূমের নলহাটি পৌরসভার হীরালাল ভকত কলেজে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির করা হোল। এই শিবিরে ১১০ এর চক্ষু পরীক্ষা করা হয়। তার মধ্যে ১০ জনকে চিহ্নিত করা হয়েছে চোখের ছানি অপারেশন করার জন্য । উক্ত রোগী দের ছানি অপারেশন করতে নিয়ে যাওয়া হবে মুর্শিদাবাদ সদর বহরমপুরের সুশ্রুত আই ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টারে l
ছানি অপারেশন ও ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হইবে । এই শিবিরে উপস্থিত ছিলেন সুশ্রুত চোখের হাসপাতালে চিকিৎসক ডাঃ সংযুক্ত৷ কিশোহরী,চাঁদ মুহম্মদ ও রবিউল হুসেন
এই ধরনের চিকিৎসা শিবির কলেজ আয়োজন করার কারনে একাকার মানুষ খুব উৎসাহিত তারা তাদের চোখের চিকিৎসা করাতে পেরে l ভবিষ্যতে আবারও যেন এই ধরনের শিবির করা হয় তাহলে এলাকায় মানুষ খুব উপকার হবে l এই শিবিরে হীরালাল ভকত কলেজের প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন l