|
---|
নিজস্ব সংবাদদাতা : বাইকে লাগানো প্রেস লেখা স্টিকার তুলে দিল পুলিশ। আরামবাগের দিক থেকে বর্ধমান শহরে প্রবেশের সময় এলাকায় প্রেস লেখা একটি বাইকে আটক করে পুলিশ। প্রয়োজনীয় নথিপত্র দেখতে চাওয়া হলে পুলিশের সামনে কোন নথিপত্র হাজির করতে পারেনি ওই বাইক চালক। এর পরে পুলিশের পক্ষ থেকে ওই বাইকে লাগানো প্রেস লেখা স্টিকার তুলে ফেলা হয়। প্রেস কার্ড দেখতে চাওয়া হলে একের পর এক অজুহাত দিতে থাকেন ওই বাইক আরোহী। সাংবাদিক হলে তার প্রেস কার্ড সবসময় সঙ্গে থাকাটাই উচিত। যদিও এই বাইক চালক তার প্রেস কার্ড দেখাতে পারেনি। প্রেসকার্ড বাড়িতে রেখে এসেছেন বলে জানান তিনি। প্রেস কার্ড সহ বাইকের নথি নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হলে উপযুক্ত সদুত্তর দিতে পারেননি ওই বাইক আরোহী। সেই কারণে পুলিশের পক্ষ থেকে তার বাইকের সামনে লেখা প্রেস নামক স্টিকার তুলে ফেলা হয়।