|
---|
সেখ সামসুদ্দিন, ২১ সেপ্টেম্বরঃ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ মেমারি ১ ব্লক কমিটি ও মেমারি আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জীকে। মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি পদে থেকে দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করে শুধু দলের প্রার্থীদের জয়ী করা নয় নিজেও জয়ী হন এবং সদ্য নির্বাচিত হন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ। তাকে সংবর্ধনা জানাতে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ব্লক সভাপতি ডাঃ নওশার হালদার, কার্যকরী সভাপতি বাপি রহমান, সিরাজুল সাহেব, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের জেলা কমিটির সদস্য ও আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির অন্যতম সদস্য তারকনাথ সাহা, স্মৃতির রক্ষা কমিটির সম্পাদক তথা মেমারি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডঃ কৃষ্ণপদ বিশ্বাস সহ অন্যান্য সদস্যবৃন্দ। সংগঠন থেকে নিত্যানন্দ ব্যানার্জীকে মালা পরিয়ে বরণ করে নেওয়ার পর মিষ্টিমুখ করান ও আশা প্রকাশ করেন পদের যজ্ঞ মর্যাদা দিয়ে তিনি প্রমাণ করে দেবেন সঠিক ব্যক্তিকেই নির্বাচিত করা হয়েছে বলে জানান বঙ্গীয় সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।