|
---|
ইসলামপুর: প্রতি বছরের মত এবছরও ম্যারাথন দৌড়ের আয়োজন করল মিলনপল্লী ইলিভেন স্টার ক্লাব। শনিবার বড়দিন উপলক্ষ্যে ইসলামপুর কলতাহার কালীবাড়ি থেকে মিলনপল্লী দুর্গা মন্দির পর্যন্ত ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এদিনের এই ম্যারাথন দৌড়ে ইসলামপুর সহ বিভিন্ন জেলার মোট ১৮৬ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। এই দৌড়ে পুরুষদের মধ্যে প্রথম দার্জিলিং জেলার সন্দীপ সা, দ্বিতীয় জলপাইগুড়ি জেলার দুলু সরকার এবং তৃতীয় স্থান অধিকার করেন রায়গঞ্জের বাবলু মন্ডল। অন্যদিকে, মহিলাদের মধ্যে প্রথম ইটাহারের জাসমিন সুলতানা, দ্বিতীয় চোপড়ার অনিতা সিংহ এবং তৃতীয় স্থান অধিকার করেন ইসলামপুরের কমলি সিংহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল, পুর প্রশাসক মানিক দত্ত, বিশিষ্ট সমাজসেবী জাভেদ আখতার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা কেক কেটে বড়দিন পালন করেন।