মন্ত্রী প্রদীপ মজুমদারের উপস্থিতিতে জামালপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান।

লুতুব আলি, বর্ধমান, ২৩ জুন : রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা প্রদীপ মজুমদারের উপস্থিতিতে পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। জামালপুর বিধানসভা এলাকায় বকুলতলা, চকদিঘী, মনিরামবাটির জনসভা গুলিতে উপস্থিত ছিলেন মন্ত্রী। মনিরামবাটির সভায় যার গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের ১৩ টি বিজেপি পরিবার মন্ত্রী প্রদীপ মজুমদারের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন। যে সমস্ত বিজেপি সমর্থকরা তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন তাদের অধিকাংশই সংখ্যালঘু মুসলিম। প্রদীপ মজুমদার বলেন, মা মাটি মানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী কাজ দেখে বিজেপি শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জামালপুরের দল খুব ভালো ফল করবে। যে সমস্ত বিজেপি সমর্থকরা তৃণমূলে যোগদান করলেন তারা ভুল বুঝে বিজেপি শিবিরে চলে গিয়েছিল। জামালপুরে উন্নয়নের জোয়ার দেখে তারা তৃণমূলে ফিরে এলো। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে জামালপুর এলাকায় তৃণমূল কংগ্রেস সাফল্যের সঙ্গে জনসভা গুলি সংগঠিত করছেন বলে নারায়নপুরের অধিবাসীরা জানিয়েছেন। জামালপুর এলাকায় বিভিন্ন সভা গুলিতে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সংসদ সুনীল মন্ডল, জেলা পরিষদের দুই প্রার্থী মিঠু মাঝি, কল্পনা সাঁতরা সহ ভূতনাথ মালিক, শাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।