|
---|
লুতুব আলি, ২৩ জুন, নতুন গতি : শিয়ালদহ র কৃষ্ণপদ ঘোষ ট্রাস্ট মেমোরিয়াল হলে কবিতার কুটির সাহিত্য পরিবার নিবেদিত নববর্ষ উৎসব পালিত হল। এই বর্ণময়ী অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী সহ সমাজে যাঁদের বিশেষ অবদান আছে সেই সমস্ত স্তরের ব্যক্তিত্বদের বিশেষভাবে সম্বর্ধিত করা হয়। কবিতা কুটির সাহিত্য পরিবারের কর্ণধার অতনু নন্দী অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিশেষভাবে অভিবাদন জ্ঞাপন করেন। উল্লেখ্য, কবিতা কুটির সাহিত্য পরিবারের আসন্ন বৈশাখী সংখ্যার মোড়ক উন্মোচন ও স্মারক সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানের প্রকাশিত হয় গল্প, ভ্রমণ কাহিনী মুক্ত গদ্য নিয়ে একটি গ্রন্থ জলকন্যারা কাঁদছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ গবেষক ও সাংবাদিক সুদীপ পাল, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যোগা ট্রেনার হ্যালো কলকাতার সাংবাদিক দেবাশীষ ব্যানার্জি, দিল্লি থেকে আগত কবি দেব জিৎ চ্যাটার্জী, কবিতা কুটিরের অভিভাবক সিদ্ধার্থ সরকার, কবিতা কুটিরের সম্পাদক টুম্পা নন্দী, যুগ্ম সম্পাদক নাসরিন জাহান সিদ্দিকী, উপদেষ্টা কিঙ্কর বেজ, সভাপতি সন্ধ্যা মল্লিক। অন্যান্যদের মধ্যে যে সমস্ত কবিরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন সুনন্দা মালাকার, সঙ্গীতা কর, প্রিয়াঙ্কা রায়চৌধুরী, সোমা কোলে, সৌমিত্র দাস, কবি ও বাচিক শিল্পী সর্বাণী দাস প্রমুখ।