মতুয়ারা সবাই নাগরিক রাণাঘাটের জনসভা থেকে বললেন: মমতা ব্যানার্জি

নতুন গতি ওয়েব ডেস্ক: মতুয়ারা সবাই নাগরিক, সোমবার রাণাঘাটের হবিবপুরের ছাতিমতলার জনসভা থেকে মতুয়াদের, যাদের অধিকাংশই উদ্বাস্তু, তাদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টাইটেল ডিড বা জমির নিঃশর্ত দলিল পাবেন। এটা রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত। দেড় লক্ষ পরিবারকে পাট্টা দেওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। রাণাঘাটে ৫০০০ পরিবারকে দলিল দেওয়ার কাজ শুরু হয়েছে। সম্প্রতি অমিত শাহ রাজ্যে এসে ঘোষণা করেছিলেন, করোনা মিটলেই সিএএ কার্যকর হবে। যা নিয়ে মতুয়াদের মনে নতুন করে আশঙ্কা তৈরি হয়। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করে দলের বিরাগভাজন হয়েছেন। সোমবার মমতা মতুয়াদের আশ্বাস দিয়ে বলেন, মতুয়াদের বলেছি তাঁরা উদ্বাস্তু নন। আপনারা সবাই নাগরিক। ৫০–৬০ বছর ধরে থাকলে এমনিতেই তো নাগরিক এনআরসি, এনপিআর করতে দেব না। অসমে ১৯ লক্ষ বাঙালির নাম বাদ গিয়েছে।