|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: ফের যোগীর রাজ্যে ধর্ষণ, বাড়িতে ঢুকে বন্দুক দেখিয়ে ১৪ বছরের নাবালিকে ধর্ষণ। মাঝে মাঝে এই ঘটনা ঘটে চলেছে যোগীর রাজ্যে, এবার ঘটনা টি ঘটেছে বাবুপাড়া এলাকায় এক ১৪ বছরের। নাবালিকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। জানা গেল যে ওই নাবালিকা ভাই বোনদের সাথে ঘুমিয়েছিল। রাতের অন্ধকারে প্রতিবেশী এক যুবক ঘরের দেওয়াল কেটে ঘরে প্রবেশ করে উক্ত নাবালিকে মাথায় বন্দুক। দেখিয়ে ভয় দেখিয়ে জোরকরে ধর্ষণ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর কিশোরীর গোঙানির শব্দে বুঝতে পারেন বাড়িতে অন্য ঘরে থাকা সদস্যরা।
হাতে নাতে পাকড়াও করে পুলিশকে খবর দেয় পেশায় চাষি ওই নাবালিকার এফআইআর-এর ভিত্তিতে অবশেষে পুলিশ গ্রেফতার করে ধর্ষক যুবককে। নাবালিকে শারিরীক পরিক্ষার জন্য স্থানীয় হাসপাতালে ইত্যিমধ্যে পাঠানো হয়েছে বলে পুলিশি তরফে জানানো হয়েছে। একের পর এক চলতে থাকা অমানবিক, নিষ্ঠুর, লজ্জাজনক ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুটছে গোটা দেশ। প্রশ্ন থেকেই যাচ্ছে নারী কিংবা শিশু- নাবালিকার নিরাপত্তার বাস্তবতা কোথায়। তাতেই বাড়ির লােক জেগে হাতে নাতে ধরে ফেলে ধর্ষককে, শুরু হয় মারধর পরিবারের লােকের অভিযােগ করেছেন, অনেকদিন ধরেই নাবালিকে অনুসরণ করত ওই প্রতিবেশী। নিজেদের মধ্যে আলােচনা হলেও পুলিশে অভিযােগ জানানাের মতাে ঘটনা এতদিন ঘটেনি ওই ঘটনার পর গ্রেটার নয়ডা থানায় অভিযােগ দায়ের করেছে। নির্যাতিতার পরিবার ধর্ষণের সেই অভিযােগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ।