বসন্ত পঞ্চমীর সাথে হলুদ রঙের গুরুত্ব অপরিসীম

নিজস্ব সংবাদদাতা :এই বছরে বসন্ত পঞ্চমী পড়েছে আগামী ২৬ শে জানুয়ারি। হিন্দু শাস্ত্র মতে এই বিশেষ দিনটি খুব শুভ। এই বিশেষ দিনে কিছু রীতিনীতি পালন করলে ঘরে সব সময় পজিটিভ এনার্জি বজায় থাকে।

    ১ বসন্ত পঞ্চমীর দিনে বিবাহ সংক্রান্ত ব্যাপারে উপকরণ ক্রয় করাকে খুব শুভ মনে করা হয়।

    ২ বসন্ত পঞ্চমীর সঙ্গে হলুদ রঙের গুরুত্ব অপরিসীম, ফ্রেমসুই মতে হলুদ ক্রিস্টাল বল খুব শুভ। বাড়ির প্রধান ফটকে হলুদ ক্রিস্টল বল এই দিনে ঝোলালে ঘরের মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চয় হয়।

    ৩ যারা গান শিখতে ইচ্ছুক, তারা যদি এই দিন থেকে গান করা শুরু করে তাহলে ভালো বলে মনে করা হয়।

    ৪ এই দিনে মা সরস্বতীর একটি ফটো কিনে বাড়ির উত্তর পূর্ব কোণে রাখলে পজিটিভ এনার্জি কেন্দ্রীভূত হয়।