|
---|
নূর আহমেদ,মেমারি, ২৫ জানুয়ারি,পূর্ব বর্ধমান জেলার মেমারিতে ডাকাতির আগেই পুলিশের গ্রেপ্তার ৪ যুবক। মঙ্গলবার গভীররাতে মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় মেমারির ছিনুই ব্রিজের কাছে ডাকাতি করার উদ্দেশ্যে একদল যুবক একত্রিত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, তাদের জিজ্ঞাসবাদ করলে অসঙ্গতি উত্তর পাওয়ায় চার যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের নাম বিষ্ণপুর নিবাসী সত্যজিত বল, মোহনপুর নিবাসী বসির শেখ, বিনয় পল্লী নিবাসী কনক মন্ডল, ইছাপুর নিবাসী শুভম ক্ষেত্রপাল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় রড, লাঠি, রামদা,ভোজালি, দড়ি। বুধাবার সুনির্দিষ্ট ধারা রুজু করে ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হলে মহামান্য বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।