|
---|
লকডাউনে রাজ্য জমিয়তের খাদ্যসামগ্রী বিতরণ
নতুন গতি ওয়েব ডেস্ক:
প্রথম দফায় হঠাৎলকডাউন ঘােষণার পর আমাদের রাজ্যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা স্বাভাবিকভাবেই সংকটের মধ্যে পড়েছিলেন । সেই সংকটজনক মুহূর্তে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন মাওলানা সৈয়দ আরশাদ মাদানীর নেতৃত্বাধীন রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী কাজী শামসুদ্দীন আহমাদ । সর্বপ্রথম তিনি তড়িঘড়ি মেমারি পৌরসভার ৬ নং ওয়ার্ডের অধীন জাতি ধর্ম নির্বিশেষে ১৮২ জন মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে ত্রাণকার্যের সূচনা করেন । এরপর সাহায্যের হাত আরও প্রসারিত করে এ পর্যন্ত মেমারি ও জামালপুর থানার ৪৬ টি গ্রামের ৮৮৩ টি পরিবারের হাতে চাল , ডাল , আলু , পিয়াজ , তেল , নুন , সাবান প্রভৃতি দ্রব্যসামগ্রী তুলে দিয়েছেন । | উল্লেখ্য জমিয়ত উলামায়ে হিন্দ একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন । সংগঠনের নিষ্ঠাবান কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীরা এই সংকটজনক সময়ে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন । খাদ্য সামগ্রী বিতরণের এই কাজ অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ হতে কাজী শামসুদ্দীন আহমাদ জানিয়েছেন । সেই সঙ্গে তিনি বিত্তবান ও সংগতিসম্পন্ন ব্যক্তিরা এই মহৎ কাজে অংশ গ্রহণ করে সাহায্যের হাত বাড়ালে ত্রাণ বিতরণের কাজ ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন ।