পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রীকে চিঠি

পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রীকে চিঠি

    নতুন গতি ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রীকে চিঠি লেখা হলো । আমরা দেখতে পাচ্ছি যে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই লকডাউন পরিস্থিতিতেও তাদের প্রতিষ্ঠানের ফি বৃদ্ধি করেছে,এখন এই লকডাউন পরিস্থিতিতে দেশে এক নিদারুণ অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করছে বিশিষ্ট অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে প্রচুর মানুষ কর্মহীন নিরূপায় এমতাবস্থায় ঐসমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যাতে তাদের বর্ধিত ফি কার্যকর না করে এবং অন্তত দুমাসের ফি মুকুব করা হয় সেই বিষয় নিশ্চিত করতে হবে।
    পাশাপাশি রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয় গুলির সেমিস্টার পিছিয়ে দেওয়া হয়েছে ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ যেন পিছিয়ে না যায় সেজন্য শিক্ষামন্ত্রীকে কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে।উপরিউক্ত দাবিদাওয়া নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীকে চিঠি লেখা হলো ।

    ধন্যবাদান্তে
    সৌরভ প্রসাদ
    সভাপতি,পঃবঃ রাজ্য ছাত্র পরিষদ