|
---|
নিজস্ব সংবাদদাতা, ৮ জানুয়ারিঃ কাটোয়ায় রবিবার বিকালে ভয়াবহ ভাবে একটি যাত্রীবাহী বাস উলটে যায়। কাটোয়া বোলপুর রোডে কেতুগ্রামের দধিয়া থেকে কাটোয়াগামী যাত্রী বাসে দুর্ঘটনাটি ঘটেছে কাটোয়ার ন’নগর বাসস্ট্যান্ডের কাছে। ঘটনায় মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচয় এক যাত্রীর। জখম হয়েছেন ৫৩ জন। তাদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তারমধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ জখমদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। যদিও প্রাথমিক চিকিৎসার পর ৩১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অকুস্থলে কাটোয়া থানার আইসি সহ বিশাল পুলিস বাহিনী গিয়ে যাত্রীদের উদ্ধার করে আনেন৷ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভিড়ে ঠাসা যাত্রী নিয়ে দ্রুতগতিতে বাসটি কাটোয়ার দিকে আসছিল। বাসটির সামনের দিকে দুটি পাতি ভেঙে গিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিস। দূর্ঘটনার মুহুর্তে একটি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে বাসের ছাদেও অনেক যাত্রী ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নগরের কাছে আসতেই উলটে যায়। যা দেখে রীতিময় শিহরিত হয়ে যাচ্ছেন অনেকেই। বাস উলটে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। এমনকি জানালার কাঁচ ভেঙে জখম যাত্রীদের বাস থেকে বের করে আনা হয়। প্রশ্ন উঠেছে বাসের পাতি ভাঙা অবস্থায় অধিক যাত্রী নিয়ে কিভাবে বাস চালক চালালেন। শুধু তাই নয়, ছাদে ওঠা আইনত দণ্ডনীয় অপরাধ। সেখানে কিভাবে বাসের ছাদে যাত্রী নিয়ে বাস চালালো।