মানবিকতার নির্দশন,২১ দিনের নকডাউনে অসহায়,হতদরিদ্র মানুষের পাশে হেল্পিং হ্যান্ড-মানবতার হাত

মানবিকতার নির্দশন,২১ দিনের নকডাউনে অসহায়,হতদরিদ্র মানুষের পাশে হেল্পিং হ্যান্ড-মানবতার হাত

    নতুন গতি ওয়েব ডেস্ক: মানবিকতার নির্দশন,২১ দিনের নকডাউনে অসহায়,হতদরিদ্র মানুষের পাশে হেল্পিং হ্যান্ড-মানবতার হাত….
    করোনা মোকাবিলায় সারা দেশজুড়েই ২১ দিনের লকডাউন ফলে দিনমজুর ,চাষী,ছোটো ব্যবসার সঙেগ যুক্ত মানুষ গুলো আজ অসহায় । আর এই হঠাৎ করে লক ডাউন শুরু হওয়ায় লক্ষ লক্ষ মানুষ বিপদের মুখে পড়েছেন । বিপদে পাশে এসে দাঁড়ানোয় সর্বদাই মানবিকার আসল নির্দশন সেটা দেখাছে হেল্পিং হ্যান্ডব-মানবতার হাত নামক এক সংস্থা,যেটি পুরোপুরি বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত ।মেডিক্যাল ,ইনি্জনিয়ার ,জেনারেল ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত হয়েছিল এই হেল্পিং হ্যান্ডব-মানবতার হাত নামক সংস্থা,পরে অনেকে এর সঙেগ যুক্ত হয়েছে।সারা পশ্চিমবাংলা জুড়ে হেল্পিং হ্যান্ডব-মানবতার হাত এর সদস্যরা নিজেদের মতো করে অসহায় মানুষদের সাহায্য করছে ।ঘটনাসূত্রে যানা গেছে ,এই সংস্থা মেন সদস্য হল সামিনুর আলম(এস এস কে এম ) হেবজুর আলম ,রোউফ (সি এন এম সি)মিনহাজুল ,আনিশ,সালমান(সি এম সি) মানসারুল (জে উ) সালমান হালদার (জে এন এম) রহমত (এন আর এস)রোহন (কে পি সি ) হাসিব (এন বি এম সি) ,আফরোজ (সাগর দত্ত )। হেল্পিং হ্যান্ড-মানবতার হাত জানায় শুধু তাঁরাই নয় সকল সদস্যের অবদান সমান ,সকলে মিলে কাজ করলে অনেক মানুষকে সাহায্য করা যাবে ,এবং তারা সকল মানুষের কাছে আবেদন করেছে নিজের সামথ্ মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে ।কেউ এখনও পুরোপুরি চিকিৎসক হয়ে ওঠেনি ,তা সত্তেও তারা অসহায় মানুষকে সাহায্য করাকে কুর্নিশ জানায়।তারা জানায় এই লকডাউনে অনেক অসহায় ,বিধবা মানুষকে সাহায্য করেছে । প্রতিটি পরিবার পিছু ৩ কেজি চাল ,২কেজি আলু,৫০০ গ্রাম ডাল ,৫০০ গ্রামতেল ,একটি লবনের প্যাকেট দেওয়া হয়েছে।মানসারুল বধমানে ১১০ অসহায় পরিবার কে ,মালদা তে মিনহাজুল ,হেবজুর ,রোউফ ,হাসিব,ফারুক ,মুর্শিদাবাদে আকরম , ইন্দ্রাণী,আনিশ মেদিনীপুরে , সালমান হালদার কল্যানীতে ,এছাড়া আরও অনেক সদস্যরা নিজের এলাকাতে অসহায় হতদরিদ্রদের সাহায্য করেছে । বীরভূমের মুরারয়ের সামিনুর আলম এখন দ্বিতীয় বষের ছাত্র এস এস কে এম এ ।সামিনুর পাইকরে ৮ টি পরিবার এবং মুকলিশপুরে ২২ টি পরিবারে ৩ কেজি চাল ,২কেজি আলু,৫০০ গ্রাম ডাল ,৫০০ গ্রামতেল ,একটি লবনের প্যাকেট দিয়েছে ।হেল্পিং হ্যানড -মানবতার হাত যে ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সেটা সত্যিই মানবিকতার নির্দশন ।ভবিৎষাতে তারা এইরকম ভাবেই অসহায় মানুষের পাশে থাকবে বলে জানায়।