|
---|
নিজস্ব প্রতিনিধি : বর্তমানে দেশজুড়ে যে ধর্মের নামে বিভেদ এবং এক অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হয়েছে। বেড়ে চলেছে মব লঞ্চিং, তার বিরুদ্ধে এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের দুর্নীতি ও সরকার দ্বারা প্রণীত জনবিরোধী বিভিন্ন বিলের যেমন NRC, তালাক বিল, ইত্যাদির প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হইয়াছিলো আরামবাগ নেতাজি স্কয়ারে। উক্ত সভায় আপামোর জনগনকে হুগলি AIMIM এর তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়।