কবি মাইকেল মধুসুদূন দত্তের দ্বিশতবর্ষে অন্তর্জাতিক আলোচনা চক্র

রহমতুল্লাহ, জিয়াগঞ্জ : বৃহস্পতিবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের বাংলা বিভাগ এবং বহরমপুর গার্লস কলেজের বাংলা বিভাগের যৌথ আয়োজনে মাইকেল মধুসুদূন দত্তের দ্বিশতবর্ষে একদিবসীয় অন্তর্জাতিক আলোচনা চক্র অনুষ্ঠিত হলো জিয়াগঞ্জ শ্রীপরৎ সিং কলেজের রবীন্দ্র কক্ষে। বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ কবি মধুসূদন দত্তের জন্মের দুশো বছর পূর্তিতে জিয়াগঞ্জের শ্রীপৎ সিং কলেজের বাংলাবিভাগ আয়োজিত আন্তর্জাতিক আলোচনাচক্রে বিশেষ বক্তব্য রাখেন সাহিত্যিক অমর মিত্র, ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক মো. মাহমুদুল হাসান, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সঞ্জিৎ মণ্ডল ও কৃষ্ণনাথ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড.অভিষেক ঘোষাল।এছাড়াও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শ্রীমতী শাওনী সিংহ রায় ও অধ্যক্ষ ড.কমলকৃষ্ণ সরকার।

    এছাড়াও ২৫০ জন উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, ছাত্র ছাত্রী তথা বিশিষ্ট মানুষজন। এদিনের অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন আহ্বায়ক ও অধ্যাপক ড. দেবযানী ভৌমিক (চক্রবর্তী)।