“করোনা” মঙ্গল কামনায় ১০০টিরও বেশি মসজিদ থেকে আযানের ধ্বনি শোনা গেল

“করোনা” মঙ্গল কামনায় ১০০টিরও বেশি মসজিদ থেকে আযানের ধ্বনি শোনা গেল

    নতুন গতি ডিজিটাল ডেস্ক : বিশ্ব মহামারি “করোনা” নিয়ে আর সকলের মতো লড়াই করছে ইউরোপও। এরই মাঝে জার্মানি ও নেদারল্যান্ডসের ১০০টিরও বেশি মসজিদ থেকে আযানের ধ্বনি শোনা গেল। মুসলিম উম্মাহ তথা বিশ্বের মঙ্গল কামনায় আযান দেওয়া হলো। জার্মানিতে বসবাসকারী তুরস্কের দুই কমিউনিটির তরফে এই ব্যবস্থা করা হয়েছিল বলে সূত্রের খবর।

    জার্মানির এসেনে তুর্কি মুসলিম ফাহরেত্তিন আল্পতেকিন বলেন, স্থানীয় ৫০টি মসজিদ থেকে আযান শোনা গেছে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সংহতি বজায় রাখতে নেদারল্যান্ডের বহু মসজিদ থেকে আযান দেওয়া হয়েছে লাউডস্পিকারের মাধ্যমে। এর আগে স্পেনের মুসলিম কমিউনিটির পক্ষ থেকে আযান দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলে জানাগেছে।