দিল্লিতে প্রথম পর্যায়ে ৫১ লক্ষ মানুষ কে করোনা টিকা দেয়া হবে বলে জানালেন কেজরিওয়াল

নতুন গতি ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার করোনার ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতির কথা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল জানিয়েছিলেন যে দিল্লিতে সবাই ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছে। এই অবস্থায় দিল্লি সরকার দিল্লির মানুষকে ভ্যাকসিন সরবরাহের সমস্তরকম ব্যবস্থা করেছে। এছাড়াও, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ভ্যাকসিন পেতে, ভ্যাকসিন সংরক্ষণ ও লাগানোর ক্ষেত্রে দিল্লি সরকার প্রস্তুত। এ দিন তিনি বলেছেন যে করোনা ভ্যাকসিন প্রথমে দেওয়া হবে তিন লক্ষ স্বাস্থ্যকর্মী, ছয় লক্ষ ফ্রন্ট লাইনের কর্মী যেমন পুলিশ, সিভিল ডিফেন্স এবং যাদের বয়স ৫০ বছরেরও বেশি তাদের।

    প্রথম পর্যায়ে মোট ৫১ লক্ষ লোককে এই টিকা দেওয়া হবে। তিনি আরও বলেন, একজন ব্যক্তিকে দু’টি ডোজ দেওয়া হবে। বর্তমানে দিল্লির ৭৪ লক্ষ ডোজ সঞ্চয় করার ক্ষমতা রয়েছে। দিল্লির সরকার আগামী পাঁচ দিনে ১ কোটি ১৫ লক্ষেরও বেশি ভ্যাকসিন সংরক্ষণের ক্ষমতা রাখবে। যারা নথিভুক্ত করবেন তারা প্রথমে ভ্যাকসিন পাবেন। এছাড়াও এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে ভ্যাকসিনটি কোথায় দেওয়া হবে।