তাঁতশিল্পী ও পরিযায়ী শ্রমিকদের স্বার্থে আন্দোলনের ডাক দিল কামরুজ্জামান

নিজস্ব সংবাদদাতা : তাঁতশিল্পী ও পরিযায়ী শ্রমিকদের স্বার্থে বিভিন্ন দাবিতে আন্দোলনের ডাক দিল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। মঙ্গলবার পূর্ববর্ধমান জেলার সমুদ্রগড় স্টেশন সংলগ্ন ডাঙ্গাপাড়ায় এক প্রকাশ্য জনসভায় ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন দেশে পরিযায়ী শ্রমিকদের বেহাল অবস্থা। তাঁতশিল্প রুগ্নশিল্পে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ তাঁত শিল্পী কাজের সন্ধানে বিভিন্ন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। মোদি সরকারের দেখানো আচ্ছে দিনের স্বপ্ন, মহাপ্রহসনে পরিণত হয়েছে। বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের কোন নিরাপত্তা নেই। প্রতিদিনই পরিযায়ী শ্রমিকরা নানা দুর্ঘটনার কবলে পড়ছেন। প্রতিনিয়ত তাদের মৃতদেহগুলি কফিনবন্দি হয়ে ফিরে আসছে। তাই খাদিশিল্প, তাঁতশিল্পকে পুনঃরুজীবিত করার দাবিতে সংখ্যালঘু যুব ফেডারেশন খুব শীঘ্রই আন্দোলনে নামছে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই বর্ধমানের পূর্বস্থলী ও নদীয়ার নবদ্বীপ ব্লকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে কামরুজ্জামান জানান।