|
---|
নিজস্ব সংবাদদাতা,মালদাঃএক গৃহবধূকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, পুখুরিয়া থানার আড়াই ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চাঁদপাড়া এলাকায়। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম, বিউটি বিবি (২১)। স্বামী জাকির খান সহ শশুর শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের।
মৃত গৃহবধূর পরিবারের লোকেদের অভিযোগ, গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে বিউটি বিবিকে।তাদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা মেনে নিতে পারেননি বিউটিকে। প্রায় তিন বছর ধরে অশান্তি ছিল তাদের বাড়িতে। মঙ্গলবার রাতে অভিযুক্তরা শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে খুন করে বিউটিকে বলে অভিযোগ তোলেন তারা। মৃতার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি একই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুখুরিয়া থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক।