|
---|
দেবজিৎ মুখার্জি: গুজরাটের বিধায়ক জিগনেশ মেভানিকে শুক্রবার আসামের বরপেতার একটি দায়রা আদালত জামিন দিয়েছে।
গত সোমবার একটি “মানহানিকর” টুইট মামলায় জামিন মঞ্জুর করার পরে, মেভানিকে একজন সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগে এবং একজন মহিলার শালীনতাকে ক্ষুব্ধ করার অভিযোগে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল এবং পাঁচ দিনের পুলিশ হেফাজতে রিমান্ডে নেওয়া হয়েছিল।
তার আইনজীবী আংশুমান বোরা বলেন, “এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে। কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। তাই আগামীকাল তাকে মুক্তি দেওয়া হবে। আনুষ্ঠানিক আদেশ এখনও জারি করা হয়নি।