ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে চলেছে ভারত! ফুরিয়ে আসছে দেশের নানা প্রান্তে কয়লা

দেবজিৎ মুখার্জি: তীব্র গরম, তার উপর বিদ্যুৎ সংকট। সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে চলেছে ভারতবর্ষ। দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, আর মাত্র একদিনের মতো কয়লা মজুত রয়েছে। তারপরে আর বিদ্যুৎ উদপাদন করা সম্ভব হবে না দিল্লিতে।

    দিল্লির মতোই দেশের নানা প্রান্তে কয়লা ফুরিয়ে আসছে। সেই কারণেই রেলের তরফে জানান হয়েছে কয়লা পাঠানো হবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে। পণ্যবাহী ট্রেনগুলির গতি বাড়ানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে ৪২টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। তবে কতদিন ট্রেন বন্ধ থাকবে তা এখনো স্পষ্ট জানায়নি।