দুঃসাহসিক ছিনতাই কিন্তু অবাক করা বিষয় ছিনতাইকারীরা কয়েক ঘন্টা পর ফিরিয়ে দেয় ছাত্রের মোবাইল

নিজস্ব প্রতিবেদক:– ফের দুঃসাহসিক ছিনতাই। সন্ধ্যায় মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরবর্তীতে থানার দ্বারস্থ হলে অন্য সূত্র মারফত মোবাইলফোন ফিরে পেলেন ফোনের মালিক। তবে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ময়নাগুড়ি শহরে।জানা গেছে ময়নাগুড়ির জলপেশ এলাকার এক যুবক বেসরকারি কোম্পানিতে কাজ করার সুবাদে বুধবার রাত ৮ টা নাগাদ বাড়ি ফেরার পথে সাইকেলের ঝুড়িতে মোবাইল রেখে সাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ  তিন চারজন দুষ্কৃতী ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ।

    তৎক্ষণাৎ ঐ যুবক চিৎকার-চেঁচামেচি করার পরে নিরুপায় হয়ে কিছু দূর দুষ্কৃতীদের পিছু ধাওয়া করলেও দেখা মেলেনি চোরেদের। অবশেষে ময়নাগুড়ি পুলিশের দ্বারস্থ হয় ঐ যুবক। কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা জানতে পেরেছে যে ওই যুবক পুলিশের দ্বারস্থ হয়েছেন। আর সেই মতই সরাসরি না গিয়ে অন্য একটি সূত্র মারফত ওই  মোবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিয়ে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো। তবে মোবাইল ফিরে পেয়ে খুশি হয়েছে ফোনের মালিক। তিনি জানান এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার আমার কোনো প্রয়োজন নেই।কিন্তু প্রশ্ন উঠছে  , সন্ধ্যারাতে এ ধরনের ঘটনা নিয়ে।