|
---|
বিশেষ প্রতিবেদন, কলকাতা : চলতি মাসের ২১ তারিখ কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে সারা বাংলা ইমাম মোয়াজ্জেম সম্মেলন।উক্ত সম্মেলনে রাজ্যের প্রতিটি প্রাপ্ত থেকে সংখ্যালঘু ধর্মগুরুদের আগমনে মুখরিত হয়ে উঠবে কলকাতার রাজপথ।উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। সম্মেলনকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে রাজ্যের প্রতিটি প্রান্তে গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।সোমবার কলকাতার পার্ক সার্কাস হজ্ব হাউসে অনুষ্ঠিত আলোচনায় ইমাম মোয়াজ্জেম সম্মেলনের আহ্বায়ক নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোঃ সফিক কাশেমী বলেন এই সম্মেলন সফল করে তুলতে সকলের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।রাজ্যের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সম্প্রিতীর বন্ধন স্থাপনকারী স্থীতিশীল সরকার দরকার। রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের অন্যতম পীরজাদা তথা হজের সেবক আলহাজ্ব একেএম ফারহাদ বলেন আর্থ সামাজিক মানন্নোয়নে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি,পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্য মন্ত্রীগনের কর্মতৎপরতায় যথেষ্ট সমৃদ্ধ এই বাংলা। আগামী একুশে আগস্ট নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ইমাম,মোয়াজ্জেম,সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মাদ্রাসার শিক্ষক সহ অন্যান্যদের আগমনে মুখরিত হয়ে উঠবে।সকলেই আশাবাদী জনদরদি মুখ্যমন্ত্রী যেভাবে ইমাম মোয়াজ্জেমদের সরকারি অনুদান এর ব্যাবস্থা করেছে তার কিছু বর্ধিত হতে পারে।
পার্ক সার্কাস হজ্ব হাউসে অনুষ্ঠিত আলোচনায় উপস্থিত ছিলেন ইমামে ঈদাইন কারী ফজলুর রহমান,হাজী কামরুল হুদা, কুতুব উদ্দিন তরফদার, মাওঃ আব্দুল হামিদ, মাওঃ জাফিকুল, মাওঃ সরফরাজ,শুকুর আলী, প্রমুখ।