বিরোধীদের ঐক্যবদ্ধ জোটের কাছে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস।

রাজু আনসারী, সুতি : বিরোধীদের ঐক্যবদ্ধ জোটের কাছে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। তৃণমূলকে আটকাতে বোর্ড গঠনের সময় একজোট বিজেপি-কংগ্রেস-আরএসপি ও নির্দল। মঙ্গলবার মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের মহেশাইল-১ গ্রাম পঞ্চায়েতে ১৫-১০ ভোটের ব্যবধানে তৃণমূলের প্রধান পদপ্রার্থীকে হারিয়ে প্রধান নির্বাচিত হলেন জাতীয় কংগ্রেসের আলমিরা খাতুন। পাশাপাশি উপপ্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির টিঙ্কু দাস। এদিন বিডিও অফিসের আধিকারিকদের উপস্থিতিতে মহেসাইল-১ পঞ্চায়েতে ভোট গঠন কে কেন্দ্র করে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয় প্রশাসনের পক্ষ থেকে। জানা গিয়েছে, সুতি-২ ব্লকের মহেসাইল-১ পঞ্চায়েতে মোট আসন রয়েছে ২৫ টি। সদ্য সমাপ্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পায় ১০ টি আসন, বিজেপি ৭ টি, কংগ্রেস ৫ টি, আরএসপি ২ টি এবং নির্দল পায় ১ টি আসন। মঙ্গলবার বোর্ড গঠনের দিনে কার্যত একজোট হয়ে যান সমস্ত বিরোধী প্রার্থী। তাতেই কার্যত ধরাশায়ী হয় তৃণমূল কংগ্রেস। বিরোধীদের ঐক্যবদ্ধ জোট ১৫ -১০ ভোটের ব্যবধানে তৃণমূলের প্রধান পদ প্রার্থী কে হারিয়ে মহেসাইল-১ পঞ্চায়েত দখল করে বিরোধীরা। প্রধান নির্বাচিত হন কংগ্রেসের আলমিরা খাতুন। পাশাপাশি উপপ্রধান নির্বাচিত হন বিজেপির টিঙ্কু দাস।