ইটভাটায় শিশু শ্রমিক কেন?

রাজেশ শাসমল। হলদিয়া,পূর্ব মেদিনীপুর। ১৪ বছরের নীচে কোনো শিশু কে কাজে লাগানো যাবে না। এমনই নিয়ম খাতা কলমে আছে। কিন্তু তা আর মানছে কই! শিল্প শহর হলদিয়ার বহু ইটভাটায় শিশু শ্রমিক নিয়োগ করছে, নিয়মকে পরোয়া না করে। কিন্তু এত কঠোর আইনের পরেও কিভাবে এটা সম্ভব হচ্ছে। শিশু শ্রমিক নিয়ে কাজ করিয়ে,সঠিক মজুরির অনেক কম মজুরি দিয়ে কড়া শাসন করছে ইট ভাটার মালিকরা।এবং এই অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে,একাধিক শিশু। কবে মানুষ এই অত্যাচার বন্ধ হবে। শিশুরা কাঁচা ইটের বদলে বই-খাতা হাতে পাবে? নাকী এই অত্যাচার এর আরও দীর্ঘায়িত হবে।

    প্রশাসন চোখ খুলে একটু সচেতন হোক। শিশুদের কে এই নির্মম নির্যাতনের হাত থেকে রক্ষা করুক। তাদের এই অল্প বয়সে যে স্থানে থাকার কথা। সেই স্থান ফিরে পাক।তারা স্বতঃস্ফূর্ত ভাবে বাঁচতে সক্ষম হোক।