জুলাই শহীদ দিবস উপলক্ষে দলের সর্বস্তরের নেতাদের নিয়ে বৈঠকে তৃণমূল জেলা সভাপতি মৌসম নুর। 

 নতুন গতি নিউজ ডেস্ক, মালদা। দলনেত্রী মমতা ব্যানার্জির দাওয়ায়ে কাজ হলো মালদায়। দলীয় কোন্দল ভুলে দলের সর্বস্তরের নেতাদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৌসম নুর। গত সপ্তাহে কালীঘাটের বাড়িতে মালদা জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।  ওই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী,  সুব্রত বক্সী’র মতোন প্রথম সারির বেশ কিছু নেতারা। সেই বৈঠকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কড়া বার্তা দিয়েছিলেন , সব ভুলে একসাথে কাজ করতে হবে। সেই নির্দেশের পরই দলের সর্বস্তরের নেতাদের নিয়ে ২১ জুলাই নিয়ে মালদায় বৈঠক করলেন তৃণমূলের জেলা সভাপতি মৌসম নুর।

    ২১ জুলাই কলকাতায় শহীদ দিবসে রেকর্ড সংখ্যক কর্মী – সমর্থকদের নিয়ে যাওয়ার চিন্তাভাবনাই মালদা জেলা তৃণমূল কংগ্রেস । এনিয়ে তৃণমূল স্তরে কর্মী বৈঠক এক মাস আগে থেকেই শুরু করেছে জেলা নেতৃত্ব । শনিবার রাতে মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে তৃণমূল জেলা নেতৃত্বে উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী,  দলের জেলা সভাপতি মৌসম নুর, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, কৃষ্ণেন্দু চৌধুরি , বিধায়ক নীহার ঘোষ, ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার সহ অন্যান্য নেতারা।

    জেলা তৃণমূল সভাপতি মৌসম নুর বলেন, সাম্প্রদায়িক শক্তি যেভাবে মাথাচাড়া দিয়েছে তাকে আটকাতে গেলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।  আমাদের দলনেত্রী বারবার সেই বার্তাই দিচ্ছেন। আমি খুশি এদিনের বৈঠকে মালদার সব নেতারা উপস্থিত ছিলেন। দলের জেলা সভাপতি হিসাবে আমার কাছে বড় চ্যালেঞ্জ কলকাতার শহীদ দিবসে উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বেশি সংখ্যায় কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা।

    মৌসম নুর আরও বলেন,  জেলার প্রতিটি ব্লকেই বৈঠক করেছি। বেশি সংখ্যক মানুষ ট্রেনে যাবেন। এছাড়াও প্রতিটি ব্লকে তিন থেকে চারটি করে বাস দেওয়া হবে । অনেকে আবার নিজস্ব গাড়ি করে যাবেন। ১৮ জুলাই থেকে শুরু হবে মালদা থেকে কলকাতায় শহীদ দিবসে যাওয়ার প্রস্তুতি।