মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি দ্রুত প্রকাশ করার দাবি তুলল সিপিএমের শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি

নতুন গতি ডিজিটাল ডেস্ক: মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি দ্রুত প্রকাশ করার দাবি তুলল সিপিএমের শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। রবিবার মালদা গার্লস স্কুলে সংগঠনের বার্ষিক পর্যালোচনা সভায় এই দাবি তুলেছেন তাঁরা। পাশাপাশি, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্বচ্ছভাবে হাই স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের দাবি জানান তারা। সংগঠনের মালদা জেলা কমিটির সহকারি সম্পাদক উৎপল চট্টোপাধ্যায় বলেন, এবারে করোনা আবহে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের টেস্ট পরীক্ষা হল না। তাতে পড়ুয়াদের ক্ষতি হল। আমরা মনে করি টেস্ট পরীক্ষা নেওয়া যেত। তবে টেস্ট পরীক্ষা না হলেও এখন দ্রুত সরকারের উচিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করার। এ ছাড়া আমাদের শিক্ষকদের ডিএ সহ অন্যান্য যে সমস্ত বকেয়া রয়েছে সেসব দেওয়ার দাবিও আমরা সরকারের কাছে রাখছি। আজ এ সব নিয়েই পর্যালোচনা বৈঠক করা হচ্ছে।