|
---|
নুর আহমেদ : ১৩ডিসেম্বর,রবিবার, পূর্ব বর্ধমানে মেমারি নতুন বাস স্ট্যান্ডে মূর্তি উন্মোচন করলেন দেবু টুডু ও মন্ত্রি স্বপন দেবনাথ। বিভিন্ন জায়গায় থেকে অনেক আদিবাসী এই মিছিল আসেন শুরু হয়ে হাসপাতাল মোড়ে আসে। মিছিলের সামনের সারিতে ছিলেন দেবু টুডু । আদিবাসী রমনীরা নৃত্যের মাধ্যমে মিছিলে হেঁটেছেন । মূর্তী উন্মোচনের সময় উপস্থিত ছিলেন, মন্ত্রী স্বপন দেবনাথ, দেবু টুডু, সুপ্রিয় সামন্ত, অচিন্ত চ্যাটারজী, আশীষ ঘোষ দস্তিদার, মুকেশ শর্মা ,বাদল কিসকু ,গনেশ হাঁ হাসদা।