কৃষক আন্দোলনের সমর্থনে সরকারের কাছে পদত্যাগ চিঠি পাঠালেন পাঞ্জাবের ডিআইজি লখমিন্দর সিং জাখার

নতুন গতি ওয়েব ডেস্ক: কেন্দ্রের আনা কৃষি আইনের বিরুদ্ধে ক্ষোভ ক্রমে জোরালো হচ্ছে গোটাদেশে। কৃষকদের সমর্থনে এর আগে এগিয়ে এসেছেন একের পর এক বিশিষ্ট জন, সেলিব্রিটিরা। এবার তাঁদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে ইস্তফা দিলেন পাঞ্জাবের ডিআইজি লখমিন্দর সিং জাখার। চণ্ডীগড়ের কারা বিভাগের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (‌ডিআইজি)‌ ছিলেন তিনি। জানালেন, ‘‌সমস্ত কর্তব্য শেষ করেছি। আমার ইস্তফা গ্রহণে সমস্যা হওয়ার কথা নয়।’‌

     

    জেলের কর্মীদের থেকে নিয়মিত টাকা নিতেন। এই অভিযোগে মে মাসে সাসপেন্ড হয়েছিলেন তিনি। দু’‌মাস আগেই কাজে ফিরেছেন। সেপ্টেম্বরেও জাখার নিজের ক্ষেতে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছিলেন। লিখেছিলেন, কৃষকদের পাশে রয়েছেন তিনি।

     

    এবার কৃষকদের কারণে চাকরি থেকে ইস্তফা দিলেন। তিন মাসের মাইনে এবং অন্যান্য ভাতাও জমা দিতে চেয়েছেন তিনি, যাতে তাঁকে শিগগিরই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ৫৪ বছরের পুলিশ অফিসারের কথায়, ‘‌আমি আগে এক জন কৃষক। তার পর পুলিশ অফিসার। আমার বাবা কৃষক হিসেবে ক্ষেতে কাজ করার জন্যই আমি আজ এই জায়গায় পৌঁছেছি। তিনিই আমাকে পড়িয়েছে। তাই কৃষির জন্যই সব ছাড়ছি।’‌

     

    1. জাখার জানিয়ে দিলেন। তাঁর ৮১ বছরের মা এখনও কৃষিকাজ করেন। তত্ত্বাবধান করেন। সেই মা যখন কৃষকদের এই বিক্ষোভ নিয়ে তাঁর মতামত জানতে চেয়েছেন, তিনি তাঁর চোখে তাকিয়ে কথা বলতে পারছেন না। তাঁর মাই অনুপ্রাণিত করেছে ইস্তফা দিতে।