মায়ানমার সীমান্তে বড়সড় জঙ্গি হামলা, নিহিত কর্নেল সহ ৬ জন

নতুন গতি, ওয়েব ডেস্ক : মায়ানমার সীমান্তে বড়সড় জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনার কর্নেল সহ সাত জন ৷ নিহতদের মধ্যে রয়েছেন ওই কর্নেলের স্ত্রী এবং ছেলেও৷ তাছাড়াও আরও চার সেনা জওয়ানও জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন৷ এ দিন সকাল দশটা নাগাদ মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় অসম রাইফেলসের (Assam Rifles) কনভয়ের উপরে এই জঙ্গি হামলার ঘটনা ঘটে৷ সাম্প্রতিক কালে উত্তর পূর্ব ভারতে এত বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেনি৷

     

    জানা গিয়েছে, নিহত কর্নেলের নাম বিপ্লব ত্রিপাঠী৷ তিনি শনিবার একটি ফরওয়ার্ড ক্যাম্পে গিয়েছিলেন৷ সেখান থেকে ফেরার পথেই তাঁর কনভয় লক্ষ্য করে গুলি বৃষ্টি শুরু করে জঙ্গিরা৷

    মণিপুরের জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ এই হামলার পিছনে রয়েছে বলে মনে করা হচ্ছে৷ যদিও এখনও কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় নেয়নি৷ ঘটনার পরই নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়৷ যে প্রত্যন্ত গ্রামে এই হামলা হয়েছে, সেটি চূড়াচাঁদপুর থেকে অন্তত পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত৷

     

    ঘটনার নিন্দা করে ট্যুইট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ ট্যুইটারে তিনি লেখেন, মণিপুরের চূড়াচাঁদপুরে অসম রাইফেলসের কনভয় লক্ষ্য করে এই কাপুরোচিত আক্রমণের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং নিন্দনীয়৷ এই হামলায় দেশ অসম রাইফেলসের কম্যান্ডিং অফিসার এবং তাঁর পরিবারের দুই সদস্য সহ পাঁচ জন সাহসী সেনাকে হারিয়েছে৷ যাঁরা এই হামলার পিছনে রয়েছে তাদের দ্রুত উচিত শাস্তির ব্যবস্থা করা হবে৷’

     

    মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-ও ঘটনার নিন্দা করে ট্যুইট করেছেন৷ তিনি জানিয়েছেন, রাজ্য পুলিশ এবং আধা সামরিক বাহিনী মিলে জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইটারে লেখেন, ‘মণিপুরে অসম রাইফেলসের ৪৬ নম্বর বাহিনীর উপরে জঙ্গিদের এই জঘন্য হামলার কঠোক নিন্দা করছি৷ একজন কম্যান্ডিং অফিসার সহ পাঁচ জন সেনা, এবং ওই কম্যান্ডিং অফিসারের পরিবারের সদস্যদের মৃত্যুর খবরে আমি মর্মাহত৷ নিহতদের শোকস্তব্ধ পরিবারগুলিকে সমবেদনা জানাই৷ গোটা দেশ বিচারের অপেক্ষায় রয়েছে৷’

     

    ২০১৫ সালেও মণিপুরে জঙ্গি হামলায় কুড়ি জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল৷ এর পরই ওই এলাকায় জঙ্গি শিবিরগুলির উপরে সার্জিকাল স্ট্রাইক চালায় সেনা৷

     

    উত্তর পূর্ব ভারতের অন্যান্য অংশের মতো মণিপুরেও একাধিক জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে৷ স্বশাসন সহ বিভিন্ন দাবি রয়েছে তাদের৷ কয়েক দশক ধরে চিন, মায়ানমার, বাংলাদেশ, ভুটানের সীমান্তবর্তী উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই জঙ্গি গোষ্ঠীগুলিকে দমিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনা৷ অসম রাইফেলস