আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখতে কংগ্রেস এআইইউডিএফ সাথে বামেদের মহাজোট ঘোষণা অসমে

নতুন গতি ওয়েব ডেস্ক: চলতি বছরে বাংলা ছাড়াও বিধানসভা নির্বাচন হতে চলেছে অসমে। এবার অসমের বিধানসভা নির্বাচনকে বিজেপিকে রুখতে জোট বাঁধলো কংগ্রেস, বদরুদ্দিন আজমলের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা এআইইউডিএফ এবং ৪ বাম দল। মঙ্গলবার এক যৌথ সাংবাদিক সম্মেলনে মহাজোটের কথা ঘোষণা করে কংগ্রেস, এআইইউডিএফ, সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল এবং আঞ্চলিক গণ মোর্চা। অসমকে বাঁচাতে এবং রাজ্যের মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানান মহাজোটের নেতারা। একই সঙ্গে সমমনস্ক বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বানও জানান হয়েছে মহাজোটের পক্ষ থেকে।

    প্রসঙ্গত আর কয়েক মাস বাদেই হতে চলেছে ১২৬ আসন বিশিষ্ঠ অসম বিধানসভার নির্বাচন। বর্তমানে অসমে ক্ষমতায় রয়েছে বিজেপি নেতৃত্বাধিন এনডিএ সরকার। সেই বিজেপিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করাই এই মহাজোটের প্রধা লক্ষ্য বলে জানিয়েছেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বোরা। তিনি আরও বলেন, এই বিষয়ে বাকি ৫টি দলের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে এবং বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে শেষ পর্যন্ত একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত হয়েছে। কংগ্রেসের অসমের দায়িত্ব প্রাপ্ত জীতেন্দ্র সিং এবং কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিকের উপস্থিতিতে এই ঘোষণা করা হয়।এছাড়াও অসম জাতীয় পরিষদ এবং রাইজোর দলকেও মহাজোটে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দরজা খুলে রাখা হয়েছে বিজেপি বিরোধী সমস্ত দলের জন্য। কিন্তু এই সিদ্ধান্ত ঘোষণার জন্য এক দেরি কেন ? উত্তরে কংগ্রেস নেতা জীতেন্দ্র সিং জানান, মানুষের মতামত গ্রহণের জন্য গোটা রাজ্য় জুড়ে সমীক্ষা চালানো হয় দলের পক্ষ থেকে। তাতে দেখা যায়, সমমনোভাবাপন্ন দলগুলি এক হোক, এমনটাই চাইছেন অসমের মানুষ। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত বাংলা ও অসম ছাড়া কেরল, তামিলনাড়ুতে এবং পুদুচেরিতেও এই বছর হতে চলেছে বিধানসভা নির্বাচন।