|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি এখনও জটিল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভারতের পরিস্থিতিও একই। তবে বুধবার একদিনে আক্রান্তের সংখ্যা কিছুটা রাশ পড়ে ভারতে। একনজরে দেখে নেওয়া যাক বিশ্বের করোনা পরিস্থিতি।
—গত ২৪ ঘণ্টায় দেশে আরও প্রায় ৬১ হজার মানুষ কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ৭০৪ জনের।
—বুধবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য়া হয়েছে ২৩,২৯,৬৩৮। এখনও চিকিত্সাধীন রয়েছেন ৬,৪৩,৯৪৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৬,৩৯,৫৯৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০,৯৬৩ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৭০.০৪%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬,০৯১। মৃতের হার ২.০০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৭,৩৩,৪৪৯ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এখনও পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ২.৪৫ কোটি মানুষের।
—গত সাত দিন ধরে ভারতে একদিনের সংক্রমণ আমেরিকা ও ব্রাজিলের থেকে বেশি। জানাল WHO।
—রাশিয়ার তৈরি ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ নিয়ে বিশ্বের ২০টি দেশ আগ্রহ দেখিয়েছে। তার মধ্যে ভারতও রয়েছে। রুশ সরকারের একটি সূত্রে খবর, ভারতে ওই ভ্যাকসিন ট্রায়ালের পাশাপাশি উত্পাদনও হবে।
—মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের সাফল্য ঘোষণার পরেই রাশিয়ার দাবি, ভারত-সহ ২০টি দেশ ভ্যাকসিন চেয়ে রেখেছে। আর তার পরিমাণ ১ বিলিয়ন মানে ১০০ কোটি ডোজ।
—১০২ দিন পর ফের নতুন করোনা আক্রান্তের খোঁজ নিউজিল্যান্ডে, শুরু হয়েছে লকডাউন।
—গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৫৩,৬০১ জন। মৃত্যু হয়েছে ৮৭১ জনের। সুস্থতার হার ৭০ শতাংশের কাছাকাছি।
—মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য়া হয়েছে ২২,৬৮,৬৭৬। এখনও চিকিত্সাধীন রয়েছেন ৬,৩৯,৯২৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫,৮৩,৪৯০ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৬৯.৮০%। গত ২৪ ঘণ্টা সেরে উঠেছেন ৪৭,৭৪৬ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫,২৫৭। মৃতের হার ১.৯৯ শতাংশ।
—রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৯৩১ জন। যার ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১,০১,৩৯০। তবে, একইসঙ্গে বাড়ছে সুস্থতার হারও। এদিনও করোনা জয় করে সেরে উঠেছেন রেকর্ড ৩,০৬৭ জন। যার জেরে রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা মাত্র ২৫,৮৪৬। তবে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৪৯ জন মানুষের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২,১৪৯।
তাও সুনতে পাই কী আমাদের দেশের অবস্থা ভাল !!