|
---|
সংবাদদাতা : সজাগ মঞ্চের উদ্যোগে ১২ই ডিসেম্বার শীত বস্ত্র বিতারণ করেন ২০০জন অসহায় মানুষকে শীত বস্ত্র দেওয়া হয় বালিপুর উত্তরপাড়ার মসজিদতলা প্রাঙ্গনে অসহায় মানুষদের। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নাবাবিয়া মিশনের সম্পাদক সাহিদ আকবর। উপস্থিত ছিলেন ঈসমাইল মীর টুটুল,জুনায়েদ চৌধুরী,প্রমুখ প্রায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মঞ্চের সম্পাদক বাহারুল ইসলাম, কোষাধক্ষ ইয়াসিন আলি। উপস্থিত ছিলেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষখ উত্তম কুমার খাঁ,স্থানীয় ইমাম সাহিনুর ইসলাম।