|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক : প্রায় সকলেই মনে করেছিল ল্যান্ডিংয়ের সময়ে বিক্রমের হয়তো কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতেহয়েছে কিন্তু সেই বিষয়টি ভুল প্রমাণ করে অক্ষত অবস্থায় পাওয়া গেল চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রম কে।
অর্বিটারের থেকে প্রাপ্ত ছবি অনুযায়ী একটি মূল অংশেই রয়েছে বিক্রম। তার গায়ে ক্ষত বা ভেঙে টুকরো হয়নি ল্যান্ডারের কোনও অংশ। তবে এখনও বিক্রমের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হইনি ইসরোর বিজ্ঞানীরা। যোগাযোগ স্থাপিত হলেই বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ জানা যাবে বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। ঠিক কী ঘটেছিল ল্যান্ডিংয়ের সময়ে, জানা যাবে ল্যান্ডারের তথ্য বিশ্লেষণ করেই। কে শিবন জানান, একটি ঢালু জায়গায় হেলে রয়েছে ল্যান্ডার৷ ইসরো-র একটি বিশেষ দল যোগাযোগের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনও।