প্রয়াত কংগ্রেস সাংসদ রাজীব সতভ! ‘বড় ক্ষতি’ টুইট রাহুলের

নতুন গতি ওয়েব ডেস্কঃ রবিবার প্রয়াত হলেন কংগ্রেসের সিনিয়র নেতা ও সংসদ রাজিব সতভ। কয়েকদিন আগে কোভিড পজিটিভ হয়েছিলেন। চিকিৎসার পর করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছিলেন কিন্তু শেষ রক্ষা হল না কংগ্রেস সাংসদের । রবিবার পুনের জাহাঙ্গির বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সেই হাসপাতালের তরফে জানানো হয়েছে, ‘গত ৯ মে, ২০২১-এ রাজীব সতভের RT-PCR রিপোর্ট নেগেটিভ এসেছিল। যদিও তারপরেও তাঁর অসুস্থতা ছিল এবং তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গিয়েছিলেন। মাল্টি অর্গান অকেজো হয়েই ১৬ মে ভোর ৪.৫৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’ কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন ট্যুইট করে রাজীবের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। ‘আমাদের সবার বড় ক্ষতি’ বলে উল্লেখ করে রাজীবকে নিজের ‘বন্ধু’ বলেছেন রাহুল।

    মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ জানিয়েছেন, ৪৬ বছরের নেতা রাজীব সতভ করোনাভাইরাসে আক্রান্ত হয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন।