|
---|
আজিজুর রহমান,গলসি : আবর্জনা ভর্তি ছিল বাসযাত্রীদের জন্য নির্মিত হওয়া প্রতীক্ষালয়। সেটিকে পরিস্কারের উদ্যোগ নিল নসিবুল নামে গলসির এক যুবক। জানা গেছে, দুনম্বর জাতীয় সড়কের সিমনোড়ি মোড়ে বাসযাত্রীদের জন্য ছিল একটি প্রতীক্ষালয়। সেটি সড়ক থেকে একটু দুরে থাকায় নিত্যযাত্রীরা সেটি ব্যবহার করতেন না। তাছাড়াও রাস্তার ধারে দোকান ও গুমটি থাকায় প্রতীক্ষালয়টি আড়াল হয়েছিল। ফলে সেটি সকলের নজরে আসতো না। দীর্ঘদিন ধরে সেই প্রতীক্ষালয়টি ব্যবহার না হওয়ায় সেটি আবর্জনায় ভর্তি হয়ে পরেছিল। এরফলে জাতীয় সড়কের ধারে সাইড রোড়ের পাশেই দাঁড়াতে হত নিত্যযাত্রীদের। বর্তমানে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সড়েছে রাস্তার লাগোয়া দোকানপাট। তাই এবার সেই প্রতীক্ষালয়টি সামনে চলে আসে। সেটিকে পরিস্কার করার উদ্যোগ নেন স্থানীয় যুবক নসীবুল সেখ। তিনিই কয়েকজন যুবককে সাথে নিয়ে প্রতীক্ষালয়ের ভিতরে থাকা আবর্জনা পরিস্কার করেন। প্রতীক্ষালয়টি পরিস্কার হওয়ায় বেশই সুবিধা পাবেন এলাকার নিত্যযাত্রীরা। এলাকার যুবকের এমন কাজের প্রশংসা করেছেন গ্রামের মানুষ থেকে নিত্যযাত্রীরা।