|
---|
বাইজিদ মণ্ডল, রায়দিঘি:- বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত বকুলতলা শখের হাটে মীর সাহেব ময়দানে অনুষ্ঠিত হলো কেরাত ও গজল প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দীঘি থানার ভারপ্রাপ্ত আইসি অমীয় কুমার ঘোষ,বিশিষ্ঠ সমাজসেবী আব্দুল ছাত্তার মীর,বকুলতলা মাদ্রাসার শিক্ষক আব্দুল হাকিম সাহেব, ফুরফুরা শরীফ থেকে আগত পীরজাদা জুনাইদ সিদ্দিকী সাহেব,আব্দুল হান্নান সাহেব এবং মথুরাপুর দু’নম্বর ব্লকের মাইনোরোটি সেলের সেক্রেটারি হাবিবুল্লাহ দপ্তরি সহ আরো অন্যান্য ব্যক্তিরা। সকাল থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে এসে উপস্থিত হন। প্রতিযোগিতার “কেরাতের” প্রথম পুরস্কার ছিল – স্টিল শোকেশ। দ্বিতীয় পুরস্কার ছিল স্ট্যান্ড ফ্যান।তৃতীয় পুরস্কার ছিল টেবিল ফ্যান।”গজল” প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল স্টিলের শোকেশ।
দ্বিতীয় পুরস্কার ছিল স্ট্যান্ড ফ্যান।তৃতীয় পুরস্কার ছিল টেবিল ফ্যান।
এই নবী দিবস উপলক্ষে কয়েক হাজার মানুষ এই শখের হাট বকুলতলায় এসে উপস্থিত হন। সবাই শান্তভাবে এই অনুষ্ঠানটি শোনেন। এই নবী দিবস উপলক্ষে রায়দিঘী থানার ভারপ্রাপ্ত আইসি অমীয় কুমার ঘোষ মহাশয় তিনি এই অনুষ্ঠানে সকল মুসলিম ভাই সম্প্রদায়কে সম্প্রীতি বার্তা দিলেন। আগামী দিনে সকলে একসাথে কাঁদে কাঁধ মিলে কোন হানাহানি না করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়া এটাই তাদের কর্তব্য।
এদিন কেরাত ও গজল প্রতিযোগিতার প্রত্যেক প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। সবার শেষে ফুরফুরা শরীফ থেকে আগত পীরজাদা জুনাইদ সিদ্দিকী সাহেব সকল মানুষের মধ্যে সম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে এবং ধর্মীয় নীতি অনুসরণ করে দোয়ার মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শেষ হয়। আগত সকল অতিথিদের আপ্যায়ন করা হয় এদিন ,এতে খুশি এলাকার অধিকাংশ মানুষই।