|
---|
বাবলু হাসান লস্কর বারুইপুর : মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দূর্গা পূজা শেষ হয়ে যাওয়ার পর দুর্গা ঠাকুরের একটি কার্নিভাল করে কলকাতার রেড রোডে। তাতে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে দুর্গা প্রতিমা গুলিকে নিয়ে বিভিন্ন দুর্গাপূজো কমিটি সেই কার্নিভালে অংশগ্রহণ করে। কিন্তু এ বছরে ২০২৩শে বিভিন্ন জেলার দুর্গাপুজোর পর দুর্গা ঠাকুর নিয়ে কার্নিভাল হবে সেই কথাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর মহাকুমার টংতলা এলাকায় দুর্গা ঠাকুর গুলি কে নিয়ে একটি কানিভাল অনুষ্ঠিত হলো। টংতলা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়,জেলা শাসক সুমিত গুপ্তা,যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী, সোনারপুর উত্তর ও দক্ষিণের বিধায়িকা ফিরদৌসী বেগম ও লাভলী মৈত্র ,বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ কান্তি ঢালী, বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস,বারুইপুরের ট্রাফিক ডিএসপি সৌম্য শান্ত পাহাড়ি বারুইপুর মহিলা থানার আই পি কাকলি ঘোষ কুণ্ড সহ প্রশাসনের একাধিক আধিকারিক
মহাকুমা শাসক সুমন পোদ্দার ,বারুইপুর মহকুমা এলাকার ১৯ টি পূজা কমিটি অংশ গ্ৰহন করে। সোনারপুর উত্তর,সোনারপুর দক্ষিণ, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, জয়নগর এবং ভাঙ্গর এই এলাকার দুর্গাপুজো হয়ে যাওয়ার পর অনেকে অনেক দুর্গা প্রতিমা দেখতে পারেনি। তাদের জন্য একত্রিত করে সব প্রতিমাকে দর্শন করার সুযোগ করে দিল এই কার্নিভালে।