রাজ্য সরকারের উদ্যোগে ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ডায়মন্ড হারবারের গঙ্গা রিভার সাইডে দুর্গাপূজা কার্নিভার এর আয়োজন

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার: শারোৎসব কে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও সেরা দুর্গা প্রতিমা গুলির বিসর্জন উপলক্ষে পশ্চিম বঙ্গ সরকারের উদ্যোগে,দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ ২৬ শে অক্টোবর বৃহস্পতিবার বিকালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবারের গঙ্গা রিভার সাইডে দুর্গাপূজা কার্নিভারের আয়োজন করা হয়। এদিন বর্ণাঠ্য ও শোভাযাত্রার মধ্যে দিয়ে বিসর্জনের বিশেষ সভাজাত্রার শুভ সূচনা হয়। উপস্তিত ছিলেন রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডল,ডায়মন্ড হারবার মহকুমা শাসক অঞ্জন ঘোষ, এসডিপিও মীতুন কুমার দে, এস ডি আই সি ও ম্যাডাম ব্রতী বিশ্বাস,স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের স্পিকার মুজিবর রহমান মোল্লা,জেলা পরিষদের সদস্যা মন মোহিনী বিশ্বাস ,ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস, ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস,সহ জেলার অন্যান্য বিশিষ্ঠ পুলিশ প্রশাসন ও অন্যান্য আধিকারিক গন। সেরা দুর্গা প্রতিমা গুলি বিসর্জন উপলক্ষে দুর্গাপূজা কারনিভার এ এখানে প্রায় বাইশ টি দুর্গোৎসব পুজো কমিটি অংশ গ্রহণ করে ছিলেন।