ফকির চাঁদ কলেজের প্রথম সেমিস্টারের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে অল ইন্ডিয়া ডি এস ও এবং এম এস এস এর পক্ষ থেকে ডেপুটেশন ও বিক্ষোভ মিছিল

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- মন্দির বাজার থানার অন্তর্গত সেকেন্দাপুরে ফকির চাঁদ কলেজের প্রথম সেমিস্টারের ছাত্রীকে গণধর্ষণ করে ও ১০ হাজার টাকার জরিমানা নেয় এবং নগ্ন ছবি তুলে নানান ভাবে ব্ল্যাকমেইল করে। তারই প্রতিবাদে এদিন ছাত্রসংগঠন অল ইন্ডিয়া ডিএসও এবং মহিলা সংগঠন অল ইন্ডিয়া এমএসএস এর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে এদিন মন্দিরবাজার থানায় ডেপুটেশন দেওয়ার পাশাপাশি মন্দির বাজার মোড়ে বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতিতা ও তার পরিবারকে নিরাপত্তা দিতে হবে। যদি অপরাধীদের কে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে পরবর্তীতে তারা বৃহৎ আন্দোলনের দিকে যাবে।