|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- প্রতি বছরের মতো এবারও আই এন টি টি ইউ সি অনুমোদিত, দুর্গাপুর,নূরপুর,ইন্ডিয়ান ফাইন ব্যাঙ্ক (আই এফ বি) এগ্রো ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেড কন্ট্রাকটর ওয়ার্কস ইউনিয়ন এর পক্ষ থেকে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক শ্রমিক সংগঠনের উদ্যোগে আই এফ বি এগ্রো ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেড গেটের সামনে ১০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রায় তিনশত শ্রমিকদের সঙ্গে নিয়ে এক বিশেষ কর্মী সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস,জেলার শ্রমিক সংগঠনের সভাপতি শক্তিপদ মণ্ডল,ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন,সহ সভাপতি তামরেজ আলী শেখ, ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা, জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য,কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক সহ আরো অনেকে।এদিন জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল সময় শ্রমিক ইউনিয়নদের পাশে আছেন। এবং তিনি আরো বলেন আই এফ বি তে যেসকল শ্রমিকরা যুক্ত আছেন তাদের যেকোনো বিপদ অপদ আছে এবং সুযোগ সুবিধা আছে তাদের ন্যায্য অধিকার আদায় করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা তিনি আই এন টি টি ইউ সি অনুমোদিত দুর্গাপুর,নূরপুর,ইন্ডিয়ান ফাইন ব্যাঙ্ক (আই এফ বি) এগ্রো ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেড কন্ট্রাক্টর ওয়ার্কস ইউনিয়নের প্রায় তিনশত শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন।