ডেঙ্গি আটকাতে উদ্যোগী শিলিগুড়ি পুর নিগম, সচেতনতা মূলক প্রচার চালানো হলো

নিজস্ব সংবাদদাতা : ডেঙ্গি আটকাতে সচেতনতা মূলক প্রচার।শিলিগুড়ির দুই নং বোরোর তরফ থেকে এই প্রচার চালানো হয়। শিলিগুড়ি পুরনিগমের দুই নং বোরো কমিটির তরফ থেকে আয়োজন করা হয়েছিল, সংশ্লিষ্ট বোরো কমিটির অন্তর্ভুক্ত এলাকায় পদযাত্রার সাথে সাথে সচেতনতা মূলক প্রচার চালানো হয়।

    বিভিন্ন জায়গায় স্প্রে করা হয়। গত বছরের মত এই বছরও যাতে ডেঙ্গি ভয়াবহ আকার না ধারণ করে তার জন্যই এই সচেতনতামূলক প্রচার। উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পারিষদ মানিক দে, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ ।

    ডেঙ্গু আটকাতে বিভিন্ন সংশ্লিষ্ট বো রোর অন্তর্গত এলাকায় স্প্রে করা হয়। শহরের যাতে ডেঙ্গি ভয়াবহ রূপ ধারণ করে তার জন্য সতর্ক শিলিগুড়ি পুরনিগম, আগেভাগেই সতর্ক।

    মানুষকে সতর্ক করতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পুর নিগম, সেই কারণে এদিন সচেতনতামূলক প্রচার চালানো হয়।