|
---|
নিজস্ব সংবাদদাতা :আবার ত্রাতার ভূমিকায় ভারতীয় সেনাবাহিনী। প্রাকৃতিক দুর্যোগ ও কিংবা দুর্ঘটনা পরিস্থিতি সামাল দিতে বারে বারে দেখা যায় ভারতীয় সেনাবাহিনীর সেনা জওয়ানদের। এবারও তার ব্যতিক্রম হলো না, প্রসঙ্গত সম্প্রতি সিকিমে ভারী বৃষ্টিপাতের কারণে প্রচুর পর্যটক আটকে পড়েন। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নেমে পড়ে ভারতীয় সেনাবাহিনী। শনিবার পর্যটকদের উদ্ধার করেন তারা। রবিবারও প্রচুর পর্যটককে উদ্ধার করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনাবাহিনী। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে একের পর এক পর্যটকদের উদ্ধার করেছেন তারা। অস্থায়ী সেতু বানিয়ে আটকে পড়া পর্যটকদের যথাস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রসঙ্গত খাবারদাবার থেকে ওষুধ পত্র সবকিছুর ব্যবস্থা করেছেন তারা। উল্লেখ্য সূত্রে জানা গেছে উদ্ধার কার্য চলাকালীন এক পর্যটক অসুস্থ হয়ে পড়েন দ্রুত থাকে ভারতীয় সেনাবাহিনীর সেনা জওয়ানরা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তিনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।