মরণোত্তর দেহদান এবং রূপান্তরকামীদের সাহায্য প্রদান মালদার সমাজসেবী সংস্থার

নতুন গতি,মালদা-‌জগদ্ধাত্রীতলা সুরভী হ্যান্ডিক্র্যাফট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ডি. আর. ডি. সেল, এন. ডি. সি. এবং জে. এস. এইচ. এস. ডাব্লু. এ-‌এর সহযোগিতায় মরণোত্তর দেহদান এবং রূপান্তরকামীদের সাহায্য প্রদান অনুষ্ঠান হয়ে গেল ডি. আর. ডি. সি. ট্রেনিং বিল্ডিং-‌এ। মোট ৯ জন মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন এবং ২৭ জন রূপান্তরকামীদের সাহায্য প্রদান করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ প্রতিভা সিং, এস. এইচ. জি. এস. ই. অফিসার রাজেন্দ্ররাজ সুন্দদাস, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, বিবেক বাহিনীর সম্পাদক ভাস্কর ঘোষ প্রমূখ। সকলকে ধন্যবাদ জানান জগদ্ধাত্রীতলা সুরভী হ্যান্ডিক্রাফট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্ণধার জয়শ্রী কর্মকার ।